শনিবার বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের নাসির সরদারের ছেলে। সে মালেক বাজার এলাকার প্রতিবন্ধী বিশেষ শিক্ষা স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক প্রাথমিকের ছাত্র ও ওই স্কুলের পুনর্বাসন কেন্দ্রে থেকে পড়াশোনা করতো।
পুনর্বাসন কেন্দ্রের সেবিকা হালিমা বেগমের বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার এসআই কামরুজ্জামান জানান, ১৫ দিন আগে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কোরবানকে তার মা রত্না বেগম পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেন। পুনর্বাসন কেন্দ্রে থেকেই সে স্কুলের প্রাক প্রাথমিকে পড়াশোনা শুরু করে। শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকে। বেলা ১১ টার দিকে পুনর্বাসন কেন্দ্র থেকে সবার অজান্তে বেড়িয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস চাপায় ঘটনাস্থলেই কোরবান মারা যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।